আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাই উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ফেব্রুয়ারি) সকাল ১০টায় কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান,
শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার,সহকারি শিক্ষা কর্মকর্তা আরিছ মিয়া, সাংবাদিক ফোরাম লাখাই শাখার সভাপতি সুশীল চন্দ্র দাস, সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান প্রমুখ। সভায় দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষে বিস্তারিত আলোচনা হয় এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং আলোচনা সভা। এর সফল বাস্তবায়নে বিভিন্ন কমিটি ও উপ কমিটি গঠন করা হয়েছে।