বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাইয়ে বোরোধান সংগ্রহ অভিযানের দ্বিতীয় পর্যায়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে । মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে লটারি মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে এতে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব, খাদ্য নিয়ন্ত্রক এ,কে,এম আব্দুর রহমান, স্থানীয় সাংবাদিক ও কৃষকবৃন্দ।উপজেলার ৬টি ইউনিয়নের কার্ডধারী তালিকাভুক্ত কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২৫১ জনকে বাঁছাই করা হয়।নির্বাচিত প্রতি কৃষক ২টন করে সরকার নির্ধারিত মূল্যে গোডাউনে ধান সরবরাহ করতে পারবেন।উল্লেখ্য,ইতিপূর্বে ১৫০৯জন কৃষক নির্বাচিত করা হয়েছিল এবং তারা প্রত্যেকে ১টন করে ধান সরবরাহ করার জন্য বিবেচিত হয়েছিলেন।ইতেমধ্যে খাদ্য গুদামে ১২০০মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছে।এ ব্যপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রহমান জানান,খাদ্য ঘাটতি মোকাবেলায় আরও ৫০৩মেট্রিক টন ধান সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশাবাদী ধান সংগ্রহের লক্ষমাত্রা পূরণ করতে পারব।
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৫:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- ২৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ