আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর ২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার রাত ১২টা ০১মিনিটে উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে দিবসের সুচনা হয়।
উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন,থানা প্রসাশন, বীরমুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগও অংগ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০ টায় আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,জাইকা প্রকল্পের সমন্বয়ক জামাল হোসাইন এর সঞ্চালণায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা তাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, সাংবাদিক ফোরাম সভাপতি সুশীল চন্দ্র দাস ও সাংবাদিক আতাউর রহমান ইমরান প্রমুখ। সভায় চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।