আকিব শাহরিয়ার, লাখাই থেকে: লাখাই উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে এর সন্ঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) ইয়াছিন আরাফাত রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সায়েদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফ, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতি, সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ , বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম। সভায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অথিতিবৃন্দ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ ও গীতা পাঠ করেন দেবাশীষ আচার্য।
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে মহান বিজয় দিবস উদযাপন
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০১:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- ৯৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ