আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাইয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে । বুধবার (৩১ মার্চ) উপজেলার স্থানীয় বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়। অভিযানকালে খোলা মোড়কবিহীন খাদ্যপণ্য বিপনণ, যথাযথভাবে পণ্যের মূল্য তালিকা না থাকা, পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ না থাকার দায়ে ৭ প্রতিষ্টানকে ত্রিশ(৩০) হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ ছাড়া সকল ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়। মিষ্টান্ন ভান্ডারগুলোকে বিশেষভাবে সতর্ক করা হয়। অন্যথায় কঠোরভাবে পদক্ষেপ নেয়া হবে। অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুল্লাবাজার ব্যকস এর সদস্য সচিব মোঃ বাহার উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর বিধান সোম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি বিল্লাল আহমেদ ও আইন শৃঙ্খলা বাহিনীন সদস্যগণ।