আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাইয়ে বুল্লা বাজার সড়কের বেহাল দশা, যাত্রী সাধারণের ভোগান্তি চরমে। এ সড়কের পশ্চিম সিংহগ্রাম অংশ থেকে শাহী-ঈদগাহ খেলার মাঠের পূর্বাংশ পর্যন্ত সড়কটির বেহাল দশায় যানচলাচল বিঘ্নিত হচ্ছে। সড়কে বিভিন্ন জায়গায় খানা খন্দ সৃষ্টি হওয়ায় যাত্রী সাধারণের ভোগান্তি চরমে পৌঁছেছে। দীর্ঘদিন যাবত এ সড়কটি সংস্কারের অভাবে স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের পাশের অংশ ভেঙ্গে গিয়েছে।

ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে এ রাস্তায় চলাচলকারি বিভিন্ন যানবাহন। বুল্লা বাজার হতে গুনিপুর পর্যন্ত এ দীর্ঘ সড়কের উল্লেখিত অংশের বেহাল দশায় প্রায়শঃ ছোট বড় দূর্ঘটনা লেগেই আছে। এতে করে যাত্রীরা ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছেন। তাছাড়া পণ্য পরিবহণে ভোগান্তি পোহাচ্ছেন গুনিপুর, আগাপুর, হরিনা কোনা ও সিংহগ্রামের লোকজন। এতদ অঞ্চলের লোকজনের চলাচল ও পণ্য পরিবহণের একমাত্র সড়কের বেহাল দশায় সংশ্লিষ্ট কতৃপক্ষ নির্বিকার। এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী জনগণ।