আকিব শাহরিয়ার, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই (৭০) আর নেই। শুক্রবার (৯ এপ্রিল) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী ও ৩ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানার উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।