আকিব শাহরিয়ার, লাখাই থেকে : “পরিবেশ সুরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি” এ স্লোগানকে সামনে রেখে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা-২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১লা ডিসেম্বর) দুপুর ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিল্যান্ড ইয়াসিন আরাফাত রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ, বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক ও শিক্ষক ইমরান আহমেদ। বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন স্কুল,কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। মেলায় তাদের ৭টি স্টল স্থান পায়। অপরাহ্নে মেলায় অংশগ্রহণকারী স্টল গুলো থেকে ১ম,২য় ও ৩য় স্থান লাভকারী স্টল গুলোকে পুরস্কৃত করা হয়।
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে বিজ্ঞান মেলা-২০২০ এর উদ্বোধন
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- ১০২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ