আকিব শাহরিয়ার, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার ( ৮ মার্চ) নারী দিবস উদযাপন উপলক্ষে “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যের আলোকে সামাজিক দুরত্ব বজায় রেখে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারীর বলিষ্ঠ নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও লুসিকান্ত হাজং।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ও সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান। সভা সঞ্চালণা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।