আকিব শাহরিয়ার, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাই উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা-২১ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪মার্চ) উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতা সকাল ৮টায় উপজেলা হ্যালিপ্যাড মাঠ থেকে শুরু করে এসি.আর.সি উচ্চ বিদ্যালয় মাঠে সমাপ্ত হয়।ম্যারাথন এ প্রায় দুই শতাধিক প্রতিযোগি অংশ নেন।

বিজয়ী ২০ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, ভ্যাটিনারী সার্জন ডাঃ শাহাদত হোসেন ও আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মাস্টার প্রমুখ।