মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই থেকে ।। লাখাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১১ টায় উপজেলা হ্যালিপ্যাড মাঠে প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতাল এর আয়োজনে দিনব্যাপী প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শাহাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা শাকিল খন্দকারসহ অতিথি বৃন্দ। উদ্বোধনের পর প্রদর্শনীতে অংশ নেয়া ৩০ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন সাইফুল্লাহ, গীতা পাঠ করেন কাজল তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল খন্দকার, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, খামারিদের মধ্যে বক্তব্য রাখেন নুরুজ্জামান মোল্লা, রুবি নাহার, হাবিবুর রহমান, ফেরদৌস মিয়া,সামছুল আলম বিপ্লব প্রমুখ।
সভায় খামারীরা তাদের উৎপাদিত দুগ্ধের বাজারজাত করণ ও ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করণ এবং পশুর খাদ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার আহবান জানান। সভায় সফল খামারিদের মাঝে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।