আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাইয়ে স্বাস্থ্য বিধি মেনে সুুতাং বেলেশ্বরী কানাই নদের ত্রিমোহনায় বারুণী স্নান উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৯ এপ্রিল) প্রত্যুষে প্রশাসনের কড়া নজরদারীতে লাখাইর সুুতাং বেলেশ্বরী কানাই নদের ত্রিমোহনায় বেলেশ্বরী নামক স্থানে শ্রী শ্রী বেলেশ্বরী মহাতীর্থ স্থানে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সমবেত হয়ে নদীর দুই পাড়ে পূন্যস্নান সমাপন করে।
মহামারী করোনা সংক্রমণ বৃদ্ধিতে বিধি মেনেই শত শত পূন্যস্নানে অংশ নেন পূন্যার্থীরা। এ বছর অন্যান্য বছরের তুলনায় পূন্যার্থীদের সমাবেশ অনেকাংশে কম। ত্রয়োদশী তিথীতে এ পূন্যস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। এ উপলক্ষে শ্রী শ্রী বেলেশ্বরী মন্দিরে পূজার্চনা ও মানত করে পাঠা লুট দেওয়া হয়।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কৃষ্ণা ত্রয়োদশী তিথীতে এ স্থান দিয়ে পবিত্র গঙ্গাজল প্রবাহিত হয়ে থাকে। তাই এ তিথীতে সনাতন ধর্মাবলম্বীরা উক্ত স্থানে পূন্যস্নান সমাপন করে থাকেন। অনাদিকাল থেকে এ ধারা চলে আসছে।