আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাই উপজেলার বুল্লা ও শালদিঘা মৌজায় অবস্থিত কালিয়াদাড়া (পুরান খাল) নামে পরিচিত সরকারি খাল অবৈধ ইজারাদারদের নিকট থেকে দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার লুসিকান্ত হাজং। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সার্ভেয়ার আহমদ আলীর নেতৃত্বে বুল্লা ভূমি অফিসের তহসিলদার অরুণ চন্দ্র পাল ও জারীকারক আইয়ুব আলীকে নিয়ে দখলমুক্ত সরকারি খালটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মালিকানা নির্দেশিত সাইনবোর্ড টাংগিয়ে দেন। এতে করে কালিয়াদাড়া (পুরান খাল) ও তফসিলে উল্লেখিত অন্যান্য সরকারি ভূমিতে সরকারি বিধি মোতাবেক জনসাধারণের ভোগ দখলের অধিকার প্রতিষ্ঠিত হল। এখন থেকে খালটি ব্যবহারে কেউ কাউকে বাধা প্রদান করতে পারবে না বলে জানান ইউএনও লুসিকান্ত হাজং। উল্লেখ্য, গত ২৪ শে আগস্ট পশ্চিম বুল্লা গ্রামের জনসাধারণ বাদী হয়ে তেঘরিয়া গ্রামের এরশাদ আলীর পুত্র বলু মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে খালটিকে দখল করে রেখেছে মর্মে ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগে তারা খালটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন জানান। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার খালটি দখলমুক্ত হলো।
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে প্রশাসনের উদ্যোগে সরকারি খাল অবমুক্ত
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১০:০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- ১৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ