আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাইয়ে পুকুরের পানিতে পড়ে আড়াই বছরের জয় দাস নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার ১নং ইউনিয়নের স্বজনগ্রামে( নয়াহাটি) এ ঘটনাটি ঘটে।

মৃত শিশু জয় দাস ঐ গ্রামের পল্টু দাসের ছেলে । স্থানীয়রা জানায়, বাড়ির পার্শ্ববর্তী পুকুরে সবার অগোচরে পুকুরে পড়ে গভীরে চলে যায় সে। কিছুক্ষণ পর পুকুরের পানিতে ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জয় দাসকে মৃত ঘোষণা করেন।