আকিব শাহরিয়ার, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাইয়ে নিখোঁজের ৫দিন পর ডোবার কচুরিপানার নিচ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনতৈল গ্রামের আকসির মিয়ার পুত্র জুবায়িল মিয়া (১৮) গত ৩১জানুয়ারি রাতে মাহফিলের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পাননি। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ-লাখাই সড়কের মনতৈল অংশে রাস্তার উত্তর পাশে ডোবায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে লাশ মনতৈল গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় মনতৈল গ্রামের কাইয়ুম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। কাইয়ুম(২৭) নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে নিখোঁজের ৫দিন পর যুবকের লাশ উদ্ধার
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:২১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- ৮৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ