আকিব শাহরিয়ার, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাই উপজেলার ৭১টি পূজা মণ্ডপে ৩৫ হাজার ৫০০ কেজি চাল ও মাক্স বিতরণ করা হয়েছে। বুধবার (২১অক্টোবর) দুপুরে লাখাই উপজেলা মিলনায়তনে স্থানীয় হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির অনুদানের ডিও বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুজাহির সবাইকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে উপজেলা হিন্দু বুদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দেবাশীষ আচার্য্ ‘র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া বেগম, আঃ মতিন মাস্টার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, যুগ্ন সাধারণ সম্পাদক নেপাল সূত্রধর। বক্তব্য রাখেন লিটন সূত্রধর, সম্পদ রায়, সাংগঠনিক সম্পাদক অমূল্য রায় নিখিল দেব, প্রবিন্দ্র দাস, আশীষ রায় মলয় দেব, সমল রায় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার প্রত্যেকটি মন্দিরে ৫০০ কেজি করে মোট ৩৫ হাজার ৫০০ কেজি চাল বিতরণ ও চ্যানেল এস হবিগঞ্জ জেলা প্রতিনিধি সুশীল চন্দ্র দাস এর পক্ষ থকে ৭১টি পূজা মণ্ডপে এক প্যাকেট করে মাক্স বিতরণ করেন। এ সময় উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল পুজা উদযাপন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।