আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাইর বুল্লাবজার থেকে গুনিপুর সড়কের কালভার্ট ভেঙ্গে যানচলাচল ও জন চলাচলে দুর্ভোগ সংক্রান্ত সংবাদ গতকাল সোমবার (২১শে মার্চ) দৈনিক খোয়াই পত্রিকায় এবং অনলাইন পোর্টাল তরঙ্গ টুয়েন্টি ফোর ডট কম এ প্রকাশিত হলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সড়কের ভাঙ্গা অংশ পরিদর্শন করেন।
সোমবার( ২২ই মার্চ) বিকালে সিংহগ্রামের বিশিষ্ট মুরুব্বী ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বুল্লাবজার ব্যকস এর সাবেক সভাপতি মোঃ বাদশা মিয়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন। এসময় তিনি সড়কের কালভার্ট সংস্কার করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুনিপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ সোরাব মিয়া, নাসির উদ্দিন, সিংহগ্রামের আল আমিন, মামুনুর রশীদ, কামাল মিয়া, মনির মিয়া, হেলিম মিয়া, তোফাজ্জল মিয়া, বজলুর রহমান, মহিবুর রহমান ও জবান উল্লাহ প্রমুখ।