আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাইয়ে জাল টাকাসহ লিটন মিয়া ( ৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে বি. বাড়িয়া জেলার সরােইল উপজেলার কাল শিমুল গ্রামের ফিরোজ মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়,লাখাইর বামৈ বড়বাজার এর দারগ আলী ম্যানশনে স্বর্ণ ক্রয় করতে আসে লিটন মিয়া।

স্বর্ণ ক্রয়ের এক পর্যায়ে টাকা লেন দেন এর সময় হস্তান্তরিত টাকার নোটগুলো দেখে স্বর্ণব্যবসায়ীর জালনোট বলে সন্দেহ হয়। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেন ব্যবসায়ী।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১হাজার টাকার ১৮টি জালনোটসহ লিটন মিয়াকে গ্রেফতার করে।এ ব্যপারে ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব এর সাথে সেলফোনে আলাপকালে ১৮হাজার টাকার জালনোট উদ্ধার ও গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেন তিনি।