আকিব শাহরিয়ার, লাখাই থেকে: “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাই উপজেলায় মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে সচেতনতা সৃষ্ঠির লক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান এর সন্ঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদভ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ অপু কুমার সাহা, ভেটেনারি সার্জন ডাঃ শাহাদত হোসেন।এতে আলোচনায় অংশ নেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, এস.আই অঞ্জন কুমার দেব, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সমাজসেবা কর্মকর্তা আফজালুুর রহমান, জাইকা প্রকল্পের সমন্বয়ক জামাল হোসাইন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহম্মদ প্রমুখ।