আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাইয়ে জনতা ব্যাংক লি: কতৃক প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে জনতা ব্যাংক লি: বুল্লা বাজার শাখার উদ্যোগে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি বুল্লা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনতা ব্যংক হবিগঞ্জ অন্ঞ্চলের সহকারি ব্যবস্থাপক পরিতোষ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শাখার ব্যবস্থাপক সখীচরণ দাস এর সন্ঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যংক লিমিটেড সিলেট এর মহা ব্যবস্থাপক লায়েছ আহমেদ সাদরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপ মহাব্যবস্থাপক সন্দীপ কুমার রায়, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ অলি উল্লাহ ও গীতা পাঠ করেন সখীচরণ দাস।বক্তব্য রাখেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, কৃষক মুর্শেদ আলী। অনুষ্ঠানে বুল্লা ও করাব ইউনিয়নের কৃষকদের মাঝে সহজ শর্তে কৃষিঋণ বিতরণ করা হয়।