লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার গুনিপুর গ্রামে গত শনিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ডাকাতির অভিযোগে গণপিটুনীতে ২ জন নিহত হয়েছে। পরে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নিহত ২ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার পুড়াইখোলা গ্রামের হুমায়ুন (৪০)। অন্যজনের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ জানাতে পারেনি।
এ ব্যাপারে লাখাই থানার থানার ওসি (তদন্ত) মহি উদ্দিন সুমন ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত একজনের পরিচয় এখনো জানা যায়নি।