আকিব শাহরিয়ার, লাখাই থেকে : লাখাই উপজেলার বুল্লা বাজার থেকে গুনিপুর সড়কের সিংহগ্রাম দক্ষিণ মাঠের বরাং নামক স্থানে সড়কের কালভার্টের মধ্যস্থল ভেঙ্গে যান চলাচল ব্যাহত হচ্ছে। জনসাধারণের ভোগান্তি চরমে উঠেছে। বুল্লাবাজার থেকে গুনিপুর সড়কটি খুব ব্যস্ততম। এ সড়ক পথে উপজেলার গুনিপুর, আগাপুর, হরিনাকোনা এবং শায়েস্তাগঞ্জ উপজেলার বিশাউরা, ব্রান্মনডোরা, কেশবপুর গ্রামসহ আলিপুর এলাকা ও নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামসহ বিভিন্ন গ্রামের হাজার হাজার লোক বুল্লাবজার ও বিভিন্ন গন্তব্যে চলাচল করে থাকেন। এ সড়কে প্রতিদিন শত শত যান চলাচল করে থাকে।
এ সড়কের সিংহগ্রামের দক্ষিণ মাঠ অংশে বরাং নামক স্থানের কালভার্টটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে রয়েছে। এরই মধ্যে গত ৫/৬ দিন পূর্বে ভারী বালু বোঝাই ট্রাকের চাপে কালভার্টের মাঝ বরাবর ভেঙ্গে পড়ে। এতে যান চলচল বিঘ্নিত হয়ে পড়ে। বর্তমানে কালভার্টের স্থানে বাইপাস করে পাশের গোপাট দিয়ে করে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এতে সড়কেরও ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। কালভার্টের পুনঃ সংস্কার কাজ দ্রুত করা আবশ্যক নতুবা বৃষ্টি বাদলায় যান চলাচল খুবই ঝুঁকিতে পরবে।ফলে জনভোগান্তি চরম আকার ধারন করবে। এ কালভার্ট পুনঃ সংস্কার এর বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট উর্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।