লাখাই প্রতিনিধি : লাখাইয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর সদস্য প্রকৃতি প্রেমিক মহিউদ্দিন এর উদ্যোগে পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষা কল্পে নিজস্ব অর্থায়নে তালের চারা রোপণ করা হয়েছে। চলতি বছর সমগ্র লাখাইয়ে ৩ শতাধিক তালের চারা রোপণ এর লক্ষমাত্রা ধরে মঙ্গলবার (১৫ আগস্ট) লাখাই থানা প্রাঙ্গণে তালের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুনু মিয়া ,বাপা হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ বাহার উদ্দিন, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন।
অতিথি বৃন্দ বলেন, তাল একটি পরিবেশ বান্ধব বৃক্ষ। এ গাছ বজ্রপাত নিরোধক হিসাবে ভূমিকা পালন করে থাকে। তাই বেশি বেশি তাল গাছ রোপণের উদ্যোগ নিতে হবে।
এ বৃক্ষ রোপণের মাধ্যমে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। এ বৃক্ষ রোপনের সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে।