ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বানিয়াচংয়ে মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার Logo এমপি মজিদ খানের মধ্যস্থতায় বানিয়াচং সৈদারটুলা ছান্দের ২ গ্রুপের দ্বন্দ্ব নিরসন Logo মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়ায় মুফতি হাফিজুল হককে সংবর্ধনা প্রদান Logo আজমিরীগঞ্জে নিত্যপণ্যের মূল্য চড়া: ক্রেতাদের নাভিশ্বাস Logo একজন কর্মবীর সফল এমপি আব্দুল মজিদ খান Logo বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’কে বিদায় সংবর্ধনা Logo জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মনজুর চৌধুরী Logo বানিয়াচংয়ে ইফা শিক্ষকদের নিয়ে ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত Logo আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে ২০লিটার চোলাই মদ জব্দ : আটক-১

লকডাউনের ছুটিতে লাখ ডলারের স্বর্ণ খুঁজে পেলো দুই শিশু

লকডাউনের থমকে আছে বিশ্বের অনেক দেশের জনজীবন। তবু দুরন্ত শৈশব তো আর থমকে থাকে না। ফ্রান্সে দুরন্ত এমনই দুই শিশু লকডাউনের ছুটিতে আকস্মিকভাবেই খুঁজে পেয়েছে এক লাখ ডলার মূল্যের দুটি সোনার বার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য কমপক্ষে ৮৫ লাখ টাকা।

স্থানীয় একটি গণমাধ্যমের বরাতে এই সংবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনবিসি নিউজ।

গণমাধ্যমে প্রকাশ, স্বর্ণ বারের দুই ক্ষুদে আবিষ্কারকের বয়সই ১০ বছর। গত মার্চে ফ্রান্সে যখন লকডাউন ঘোষণা করা হয়, তখন তারা এই দীর্ঘ ছুটি কাটাতে ভেনডোম শহরে এক বয়োজ্যেষ্ঠ আত্মীয়ের বাড়িতে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিল।

নতুন জায়গা বটে, দেশে চলছে করোনার মহামারি। তাই বলে খেলাধুলাও বন্ধ থাকবে, এমনটা তো আর মেনে নেওয়া যায় না।

তাই আত্মীয়ের বাড়ি আসার কয়েকদিনের মধ্যেই দুই শিশু কাল্পনিক শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে এক কেল্লা নির্মাণ শুরু করে। উপকরণ বাড়ির অব্যবহৃত আসবাব আর হাতের কাছে যা পাওয়া যায় তাই। এমন কিছু যা ব্যবহার করলে অন্যদের হাতে বকুনি খাওয়ার ঝুঁকি কম। তাই উপকরণের খোঁজে বাড়িময় অনুসন্ধান চলতে থাকে তাদের।

স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভির খবরে বলা হয়, এই অনুসন্ধান পর্ব চলার সময়েই শিশু দুজন পুরানো চাদরে মোড়ানো দুটি স্বর্ণের বার খুঁজে পায়। অবশ্য এগুলো যে মহামূল্য তা বুঝতে পারেনি। তাই ক্ষুদ্র কেল্লাতেই স্থান পেয়েছিল বার দুটি।

কেল্লা দেখে বাড়ির সবাই খুবই বেশি। সেখানে বার দুটি দেখে শিশুদের বাবা প্রথমে ভেবেছিলেন তার বাচ্চারা বুঝি ওদের মায়ের প্রাচীন ছুড়ির খাপ নিয়ে এসেছে। উদ্ধার করতে তা হাতে নিয়েই চোখ কপালে ওঠে তার। বুঝতে পারেন দুই দুটি স্বর্ণের বার এখন তার হাতে।

এরপর ওজন করে দেখতে পান এগুলোর প্রতিটির ওজন এক কেজি করে। তক্ষনাৎ যোগাযোগ করেন স্থানীয় নিলামকারিদের সঙ্গে। পরীক্ষার পর নিলামকারীরাও নিশ্চিত করেন আসলে দুটি বারই খাঁটি স্বর্ণের তৈরি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

লকডাউনের ছুটিতে লাখ ডলারের স্বর্ণ খুঁজে পেলো দুই শিশু

আপডেট সময় ০৭:৩৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০

লকডাউনের থমকে আছে বিশ্বের অনেক দেশের জনজীবন। তবু দুরন্ত শৈশব তো আর থমকে থাকে না। ফ্রান্সে দুরন্ত এমনই দুই শিশু লকডাউনের ছুটিতে আকস্মিকভাবেই খুঁজে পেয়েছে এক লাখ ডলার মূল্যের দুটি সোনার বার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য কমপক্ষে ৮৫ লাখ টাকা।

স্থানীয় একটি গণমাধ্যমের বরাতে এই সংবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনবিসি নিউজ।

গণমাধ্যমে প্রকাশ, স্বর্ণ বারের দুই ক্ষুদে আবিষ্কারকের বয়সই ১০ বছর। গত মার্চে ফ্রান্সে যখন লকডাউন ঘোষণা করা হয়, তখন তারা এই দীর্ঘ ছুটি কাটাতে ভেনডোম শহরে এক বয়োজ্যেষ্ঠ আত্মীয়ের বাড়িতে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিল।

নতুন জায়গা বটে, দেশে চলছে করোনার মহামারি। তাই বলে খেলাধুলাও বন্ধ থাকবে, এমনটা তো আর মেনে নেওয়া যায় না।

তাই আত্মীয়ের বাড়ি আসার কয়েকদিনের মধ্যেই দুই শিশু কাল্পনিক শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে এক কেল্লা নির্মাণ শুরু করে। উপকরণ বাড়ির অব্যবহৃত আসবাব আর হাতের কাছে যা পাওয়া যায় তাই। এমন কিছু যা ব্যবহার করলে অন্যদের হাতে বকুনি খাওয়ার ঝুঁকি কম। তাই উপকরণের খোঁজে বাড়িময় অনুসন্ধান চলতে থাকে তাদের।

স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভির খবরে বলা হয়, এই অনুসন্ধান পর্ব চলার সময়েই শিশু দুজন পুরানো চাদরে মোড়ানো দুটি স্বর্ণের বার খুঁজে পায়। অবশ্য এগুলো যে মহামূল্য তা বুঝতে পারেনি। তাই ক্ষুদ্র কেল্লাতেই স্থান পেয়েছিল বার দুটি।

কেল্লা দেখে বাড়ির সবাই খুবই বেশি। সেখানে বার দুটি দেখে শিশুদের বাবা প্রথমে ভেবেছিলেন তার বাচ্চারা বুঝি ওদের মায়ের প্রাচীন ছুড়ির খাপ নিয়ে এসেছে। উদ্ধার করতে তা হাতে নিয়েই চোখ কপালে ওঠে তার। বুঝতে পারেন দুই দুটি স্বর্ণের বার এখন তার হাতে।

এরপর ওজন করে দেখতে পান এগুলোর প্রতিটির ওজন এক কেজি করে। তক্ষনাৎ যোগাযোগ করেন স্থানীয় নিলামকারিদের সঙ্গে। পরীক্ষার পর নিলামকারীরাও নিশ্চিত করেন আসলে দুটি বারই খাঁটি স্বর্ণের তৈরি।