লকডাউনের থমকে আছে বিশ্বের অনেক দেশের জনজীবন। তবু দুরন্ত শৈশব তো আর থমকে থাকে না। ফ্রান্সে দুরন্ত এমনই দুই শিশু লকডাউনের ছুটিতে আকস্মিকভাবেই খুঁজে পেয়েছে এক লাখ ডলার মূল্যের দুটি সোনার বার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য কমপক্ষে ৮৫ লাখ টাকা।
স্থানীয় একটি গণমাধ্যমের বরাতে এই সংবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনবিসি নিউজ।
গণমাধ্যমে প্রকাশ, স্বর্ণ বারের দুই ক্ষুদে আবিষ্কারকের বয়সই ১০ বছর। গত মার্চে ফ্রান্সে যখন লকডাউন ঘোষণা করা হয়, তখন তারা এই দীর্ঘ ছুটি কাটাতে ভেনডোম শহরে এক বয়োজ্যেষ্ঠ আত্মীয়ের বাড়িতে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিল।
নতুন জায়গা বটে, দেশে চলছে করোনার মহামারি। তাই বলে খেলাধুলাও বন্ধ থাকবে, এমনটা তো আর মেনে নেওয়া যায় না।
তাই আত্মীয়ের বাড়ি আসার কয়েকদিনের মধ্যেই দুই শিশু কাল্পনিক শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে এক কেল্লা নির্মাণ শুরু করে। উপকরণ বাড়ির অব্যবহৃত আসবাব আর হাতের কাছে যা পাওয়া যায় তাই। এমন কিছু যা ব্যবহার করলে অন্যদের হাতে বকুনি খাওয়ার ঝুঁকি কম। তাই উপকরণের খোঁজে বাড়িময় অনুসন্ধান চলতে থাকে তাদের।
স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভির খবরে বলা হয়, এই অনুসন্ধান পর্ব চলার সময়েই শিশু দুজন পুরানো চাদরে মোড়ানো দুটি স্বর্ণের বার খুঁজে পায়। অবশ্য এগুলো যে মহামূল্য তা বুঝতে পারেনি। তাই ক্ষুদ্র কেল্লাতেই স্থান পেয়েছিল বার দুটি।
কেল্লা দেখে বাড়ির সবাই খুবই বেশি। সেখানে বার দুটি দেখে শিশুদের বাবা প্রথমে ভেবেছিলেন তার বাচ্চারা বুঝি ওদের মায়ের প্রাচীন ছুড়ির খাপ নিয়ে এসেছে। উদ্ধার করতে তা হাতে নিয়েই চোখ কপালে ওঠে তার। বুঝতে পারেন দুই দুটি স্বর্ণের বার এখন তার হাতে।
এরপর ওজন করে দেখতে পান এগুলোর প্রতিটির ওজন এক কেজি করে। তক্ষনাৎ যোগাযোগ করেন স্থানীয় নিলামকারিদের সঙ্গে। পরীক্ষার পর নিলামকারীরাও নিশ্চিত করেন আসলে দুটি বারই খাঁটি স্বর্ণের তৈরি।