মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি : প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণের প্রতিবাদে ও নিশর্ত মুক্তির দাবিতে হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৯ মে) প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসন এর সঞ্চালণায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নেতারা বলেন, রোজিনা ইসলাম একজন খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিককে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা এটি গণমাধ্যম ও সংবাদের জন্য মারাত্বক হুমকি। অনুসন্ধানী নারী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান সাংবাদিকরা।
এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, শংকর পাল, আলাউদ্দিন আল রনি ,আয়ুব খান ,জামাল মোঃ আবু নাছের, সালাউল হক চৌধুরী, রাজীব দেব রায় রাজু ও আলমগীর করির বিকাশ বীর প্রমুখ।