শিব্বির আহমদ আরজু : রাত পোহালেই বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। আগামীকাল বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে র্যালির মধ্যদিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
ডিজিটাল মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
ডিজিটাল উদ্ভাবনী মেলাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।এতে সাংবাদিক সমাজসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।