হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার (টাইটেল-এমএ) বার্ষিক মহাসম্মেলন আগামীকাল বুধবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইন্তেজামিয়া কমিটি। এ মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন প্রবীন আলেম মাওলানা আব্দুল আলীম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মোফাচ্ছিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম-ওলিপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা জুনাইদ আল হাবিব- ঢাকা, আল্লামা ফজলুর রহমান খান-বানিয়াচং, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী-ঢাকা, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী-ঢাকা ও হাফিজ মাওলানা তাফহীমুল হক-হবিগঞ্জ।

নিবেদক হিসেবে রয়েছেন মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি জুনাইদ আহমদ-ইউকে। সার্বিক দায়িত্বে রয়েছেন মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা মুজীবুর রহমান।
এ ব্যাপারে মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির তরঙ্গ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে মহাসম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে দেশ এবং জাতীয় মোফাচ্ছিরে কোরআনগণের আগমন ঘটবে এবং বয়ান পেশ করবেন। এতে করে আলেম-উলামাসহ প্রিয় দেশবাসীর উপস্থিতি কামনা করি।