বিশেষ প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান আর নেই। শনিবার (১৭ এপ্রিল) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজক্টে নিজের ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় তাকে দরজা ভেঙ্গে উদ্ধার করে পুলিশ। এসময় তিনি বাসায় একা ছিলেন।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাপার্টমন্টে প্রোজেক্টের পরিচালক মোঃ মোজাফফর আহমদ।
ড. তারেক শামসুর রেহমান একজন খ্যাতিমান লেখক, গবেষক ও কলামিস্ট। তিনি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে নিয়মিত কলাম লিখতেন। শীর্ষ স্থানীয় একজন বুদ্ধিজীবী হিসেবেও তিনি পরিচিত ছিলেন।