স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট মহাসড়ক দক্ষিণ সুরমার রশিদপুরে নামকস্থানে এনা পরিবহন-লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত ও প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ঢাকা মেট্রো-ব, ১৫-৩১৭৬, সিলেট থেকে ঢাকামুখি এনা পরিবহন ঢাকা মেট্রো ব,১৪-৭৩১১
সূত্র জানায়, ঢাকা থেকে আসা বার বার গাড়ির চালক ওভারটেক করছিলেন।কয়েকবার সর্তক করেছিলেন। কিন্তু কথা শুনেননি।
গাড়িতে যাত্রী ছিলেন ২৮জন। তাদের সবাই আহত হয়েছেন।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি মো.মনিরুল ইসলাম এ দূর্ঘটনার কথা স্বীকার করেছেন। বর্তমানে উদ্ধারকাজ চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে !