স্টাফ রিপোর্টার॥ “ যে আগুন জ্বালিয়ে গেলে সবদিকে” শিরোনামে হবিগঞ্জের কৃতি সন্তান ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২০ ডিসেম্বর) বিকেলে জেলার ব্র্যাকের ৫৮টি কার্যালয়ে এক যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় হবিগঞ্জ জেলা কার্যালয়ে ব্র্যাকের জেলা সমন্বয়কারী আতাউর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তৃতা করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক দুলহান চৌধুরী,

পবিত্র চন্দ্র মালু, নুরুজ্জামান ও সেলিম মিয়া। বক্তারা স্যার ফজলে হাসান আবেদের মহান সৃষ্টি নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ব্র্যাক দেশের দারিদ্র বিমোচন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে সৃষ্টি হয়েছে ব্যাপক কর্মসংস্থান এবং দারিদ্র জয় করে লক্ষ লক্ষ মানুষ হয়েছে স্বাবলম্বি। বিশেষ করে নারীর ক্ষমতায়নে ব্র্যাক সারা বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে। স্যার ফজলে হাসান আবেদ
বাংলাদেশকে সারা বিশ্বে ইতিবাচকভাবে তুলে ধরে দেশের গৌরব বৃদ্ধি করেছেন। পরে স্যার ফজলে হাসান আবেদের আত্মার মাগফিরাত কামনা
করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।