স্টাফ রিপোর্টার : যুবলীগের ২৪টি ভোট কেন্দ্র কমিটির নেতৃবৃন্দকে নিয়ে হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় আমির চান কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম। পরিচালনায় ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী।
এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সভাপতি শওকত আকবর সোহেল, এসএম আব্দুর রউফ মাসুক, প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, অ্যাডভোকেট আনিসুজ্জামান আনিস, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান প্রমুখ।
সভায় আতাউর রহমান সেলিম সুসংগঠিতভাবে কাজ করার জন্য যুবলীগের ২৪টি কেন্দ্র কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামী ২৮ তারিখ নির্বাচন পর্যন্ত কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন।
সংবাদ শিরোনাম ::
যুবলীগের কেন্দ্র কমিটির নেতৃবৃন্দের সাথে আতাউর রহমান সেলিমের মতবিনিময়
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:১৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- ১৫২ বার পড়া হয়েছে
ট্যাগস