নিজস্ব প্রতিনিধি : সাদিরুজ্জামান খান জুসেফ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের মধুখানি মহল্লার বাসিন্দা। টগবগে এ তরুণ আজ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তাঁকে এ থেকে বাঁচতে জুসেফের প্রয়োজন উন্নত চিকিৎসার। কিন্তু চিকিৎসার বিশাল অর্থের সংকুলান করতে পারছেন না তার পরিবার। অর্থের অভাবে আটকে আছে জুসেফের চিকিৎসা। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হলে বানিয়াচংয়ের অধিবাসী যুক্তরাষ্ট্র মিশিগান বসবাসকারী আশরাফ হোসেন খান সুমন, আলী আজগর খান হামিদ, সাংবাদিক তোফায়েল রেজা সোহেল, হেলাল উদ্দিন, সারোয়ার শাওন, নাহিদ খান, শেখ রাজু, সোহাগ রেজা, নাইম, সেবুল, নিপলু ও সিরাজ প্রমুখ ব্যক্তিগণ জুসফেরে পাশে দাঁড়িয়েছেন।
তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা তহবিলে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এর ক’দিন আগে রেদওয়ান হোসেন খান মামুন এর উদ্যোগে ১ লাখ ৩ হাজার টাকা দেওয়া হয়েছিল।
চিকিৎসকগণ পরামর্শ দিয়েছেন, জুসেফ ভারতে চিকিৎসা নিতে। এতে লাখ-লাখ টাকা প্রয়োজন। এ বিশাল ব্যয়ভার তার পরিবারের পক্ষে বহন করা কঠিন ও দু:সাধ্য। জাতীয়তাবাদীদল ( বিএনপি)সহ জুসেফ এর বন্ধু-বান্ধব এবং যুক্তরাষ্ট্র প্রবাসীরা চিকিৎসার্থে এগিয়ে এসেছেন। এতে উন্নত চিকিৎসার স্বপ্ন দেখছেন জুসেফ এর পরিবার।