আকিব শাহরিয়ার, লাখাই থেকে : মুজিব শতবর্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লাখাই উপজেলায় কাবাডি প্রতিযোগিতা-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার( ২০ই মার্চ) দুপুর বেলা ২টায় থানা প্রাঙ্গণে ওসি (তদন্ত )মহিউদ্দিন সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বামৈ ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সাল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন দুলদুল, সাংবাদিক ফোরাম লাখাই কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাস প্রমুখ।
উপজেলা পর্যায়ের ইউনিয়ন ভিত্তিক এ কাবাডি প্রতিযোগিতায় উপজেলার ৬টি ইউনিয়নের ৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে ধারাবাহিক ভাবে দুপুর ২.১৫মিনিটের সময় ১নং লাখাই ইউনিয়ন বনাম ২নং মোড়াকরি ইউনিয়ন, বিকাল ৩.৩০মিনিটের সময় ৩নং মুড়িয়াউক ইউনিয়ন বনাম ৪নং বামৈ ইউনিয়ন এবং বিকাল ৪.৩৫মিনিটের সময় ৫নং করাব ইউনিয়ন বনাম ৬নং বুল্লা ইউনিয়ন এর খেলা অনুষ্ঠিত হয়।