বিশেষ প্রতিনিধি : আমেরিকার মিশিগানে বাংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে ঠিকানা পত্রিকার মিশিগান প্রতিনিধি সৈয়দ শাহেদুল হক ও সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত এর নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল নির্বাচিত হন।
গতকাল রবিবার (২৯ মে) বিকালে কাবাব হাউজে ক্লাবের এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
এ সময় আহবায়ক কমিটি বিলুপ্ত করে ভোটদানের মাধ্যমে ১৩ সদস্যের নতুন পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির সহসভাপতি নির্বাচিত হন, আরটিভির কামরুজ্জামান হেলাল, মিশিগান প্রতিদিনের ফারজানা পাপড়ি,কোষাধক্ষ বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক মানবকন্ঠের সাহেল আহমেদ,তথ্য ও প্রচার সম্পাদক টিবিএন-২৪ এর মাহফুজুর রহমান নির্বাচিত হন।
কার্যকরি কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, দৈনিক খোয়াই’র সম্পাদক ও প্রকাশক শামীম আহছান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিম্ময় আচার্য্য, দেওয়ান কাউছার ও জনকন্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন।