শেখ মোঃ আলমগীর : মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পাওয়ায় বানিয়াচং পাড়াগাঁও-এর কৃতি সন্তান তরুণ প্রতিভাবান আলেম মূফতি হাফিজুল হক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ এশা অস্থায়ী কার্যালয়ে পাড়াগাঁও উলামা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আলা উদ্দিন।
এসময় অন্যান্য সামাজিক সংগঠনগুলোও মুফতি হাফিজুল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সেগুলো হলো বানিয়াচং আল আসহাব ফাউন্ডেশন, ৮নং ওয়ার্ড ৩নং ইউপি বানিয়াচং এর বর্তমান মেম্বার ফজলে হাসান রুমন, পাড়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক লুৎফুর রহমানসহ পাড়াগাঁও এলাকার যুবকদের পক্ষ থেকে মোট ৫টি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তরুণ আলেম হাফেজ মাওলানা ইকবাল হোসাইন এর সঞ্চালণায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মূফতি জিয়াউর রহমান ফারুকী, মাওলানা কামরুজ্জামান, মূফতি অলিউর রহমান, মাওঃ আতাউর রহমান, মূফতি ইমদাদুর রহমান,ফজলে হাসান রুমন (মেম্বার), লুৎফুর রহমান, মাওলানা মাহমুদুর রশীদ ও মাওলানা যুবায়ের আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন মূফতি মোফাজ্জল হুসাইন, মাওলানা মামুন আহমদ, মাওলানা আনহার উদ্দীন, মাওলানা কাওছার আহমদ, মাওলানা আল আমিন, হাফিজ মাওলানা আনিসুর রহমান, হাফেজ মাওলানা ইখলাছুর রহমান, মাওলানা আব্দুল ক্বাহহার, হাফেজ মুজাহিদুল ইসলাম, মুহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ রুমন আহমদ, মুহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ শান্ত আহমদ, মুহাম্মদ খলিলুর রহমান, মুহাম্মদ গোলাম কিবরিয়া, মুহাম্মদ সালমান আহমদ প্রমুখ।