স্টাফ রিপোর্টার: বাহুবল উপজেলার প্রাণকেন্দ্র মিরপুর বাজারের গণি জাহান কমপ্লেক্সের পিছনে আদর্শ মানুষ গড়ার প্রত্যয় নিয়ে গড়ে উঠা “মিরপুর ইসলামি একাডেমী”র নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টার দিকে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। মিলাদ মাহফিলের পুর্ব মুহুর্তে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিরপুর বস্ত্র কল্যান সমিতির সভাপতি শামছুল আলম, মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের রেক্টর অধ্যাপক ছাদিকুর রহমান,
সানশাইন মডেল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম শামছুদ্দিন, বিশিষ্ট সমাজসেক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ফারুকুর রশিদ, সিনিয়র সাংবাদিক সাজিদুর রহমান, বাহুবল প্রেসক্লাব সাধারন সম্পাদক এফআর হারিছ, যুগ্ন সাধারন সম্পাদক জুবায়ের আহমদ, কেএম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রতিষ্ঠানের পরিচালক রহমত মুন্না,
ইসলামী ছাত্রসেনার সাবেক হবিগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ আলী বশনী, মানবাধিকার কমিশন বাহুবল উপজেলার সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, যুব সংহতির জেলার সিনিয়র সহ সভাপতি ফরিদ আহমদ, মেম্বার দরবেশ আলী, কদর আলী, শফিকুল ইসলাম, মানবাধিকার সংস্থার জেলা সভাপতি মো: মাসুক, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আবু হেনা, মো: সুমন, প্রবাসী আব্দুল মালেক,অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এম এ হামিদ, শ্রমিক নেতা আলফু মিয়া,ছায়েদ মিয়া,আকতার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ক্বারী মাওলানা মহিউদ্দিন।