শরীফ উদ্দিন পেশোয়ার, মিঠামইন (কিশোরগঞ্ছ) থেকে : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল বাজার হাটির মুক্তার মিয়ার গৃহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯জন আহত হয়েছে ।এরমধ্যে গুরুতর আহত ৪জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে । শনিবার (২৪ অক্টোবর) রান্না করতে গেল দুপুর ১টার দিকে বিস্ফোরণ ঘটে । গ্যাস লিক হয়ে সারা ঘর ছড়িয়ে পড়েছিল বলে মুক্তার হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেন জানান।
গুরুতর আহতদের মধ্যে একমাসের এক শিশুও রয়েছে ।