মোক্তাদির হাসান সেবুল/ আক্তার হোসেন আল হাদী, বানিয়াচং : বানিয়াচং ১২ নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামে নবজাতিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান। মঙ্গলবার ( ৬ জুলাই) দুপুরে ৩ কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনায় সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, করোনা ভাইরাসের কারণে উদ্ভুদ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। আছে তাদের খাদ্য সঙ্কট। সেই কারণে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন। আমি এলাকায় ঘুরে ঘুরে কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। কিন্তু করোনার কারণে উন্নয়ন কর্মকান্ড কিছুটা বাঁধাগ্রস্থ হয়েছে। আশা করি কিছু দিনের মধ্যেই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠতে সক্ষম হবো। আপনারা ধৈর্য ধরে স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে চলুন । তিনি আরো বলেন “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করি। আমি বঙ্গবন্ধুর আদর্শের ক্ষুদ্র একজন সৈনিক এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। আর বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শই হলো দুঃসময়ে জনগণের পাশে থাকা। এলাকার জনগণের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি। তাই এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থাকাটাই আমার একান্ত ইচ্ছা এবং মনোবাসনা এবং সেটা আমার নৈতিক দায়িত্বও। আর আমি মনে করি যারা রাজনীতি করেন, প্রত্যেকরই এই দায়িত্ববোধ থাকা উচিৎ।
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আজীবন যেন জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি এই দোয়াই সবার কাছে চাই। আমি মানুষের সেবা করতে গিয়ে যদি মৃত্যুবরণও করি তাহলে আমার কোন আপসোস থাকবে না। আমি আশা করব সরকারের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন সেটি অব্যাহত থাকলে আমরা এই মহামারী দুর্যোগ মোকাবেলায় জয়ী হবো ইনশাআল্লাহ।”
উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, ইউনিয়ন চেয়ারম্যান আবুল কদ্দুছ শামীমসহ দলীয় নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি’র প্রচেষ্টায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪র্থ তলার এ ভবনটি নির্মাণ হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন সেক্টরে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। যা এর সুফল পাচ্ছেন হাওরাঞ্চাল এলাকা নামে খ্যাত বানিয়াচং- আজমিরীগঞ্জের জনগণ। এর নিপুণ কারিগর হচ্ছেন মাননীয় সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান। তা ছাড়া বৈশ্বিক দূর্যোগ করোনা ভাইরাস এর শুরু থেকেই এ ২ উপজেলার মানুষের পাশে জীবনের চরম ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছেন তিনি। যা গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ এসেছে।