মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে লকডাউন কার্যকরে জনসচেতনতা সৃষ্টি ও ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার মাধবপুর বাজারে লকডাউন কার্যকর করার পাশাপাশি জনগনের মাঝে সচেতনতা সৃষ্টি এবং ফ্রি মাস্ক বিতরণ করা হয় । এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৫টি মামলায় ২ হাজার ৭ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয় ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করেন থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।