মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর রাজরাজ্যশ^র মন্দির থেকে চুরি হওয়া মূতি উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার গোয়ালনগর গ্রামে অভিযান চালিয়ে মূর্তি সহ ২ চোর কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল উপজেলার গোয়ালনগর গ্রামের ছদর আলীর ছেলে ফজল মিয়া (৪৫)ও আদাঐর গ্রামের মোহন সরকারে ছেলে অমৃত সরকার (৩৫)।
এর সত্যতা নিশ্চিত করে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান,ফজল মিয়ার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র গত ১৯ মার্চ রাতে আদাঐর গ্রামের রাজ্যশ^র মন্দির মূর্তি সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
তথ্য প্রযুক্তির সহযোগীতায় উল্লেখিত ২ চোর কে মূতি সহ গ্রেফতার করা হয়।