মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (৪ এপ্রিল) দুপুরে বাজারের ফলপট্টি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এ সময় মাস্ক না পরা, মাস্ক ঝুলিয়ে রাখা, পকেটের রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ আইনে ৭ জনের কাছ থেকে ১হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মানার জন্যে সতর্ক করেন। তিনি জানান, জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।