মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে স্বাস্হ্যবিধি নিশ্চিত ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ধর্মঘর বাজারে মাস্ক পরিধান না করায় ২টি মামলায় ২ শত টাকা জরিমানা করা হয়। এসময় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের পরামর্শের পাশাপাশি ফ্রি মাস্ক বিতরণ এবং বাজার মনিটরিং করা হয়।
ব্যবসায়ীদের দ্রব্যমূল্য সহণীয় পর্যায়ে রাখার পরামর্শ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা । নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্হ্যবিধি নিশ্চিতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।