হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীনদের মাঝে গৃহ প্রদানের লক্ষে প্রকৃত ভূমিহীনদের পুন:যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাঘাসুরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন এর সভাপতিত্বে যাচাই-বাছাইয়ের জন্য মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মহিউদ্দিন, বাঘাসুরা ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ৪৭ জন ভূমিহীনদের তালিকা পুনঃযাচাই করা হয়েছে।