হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পৌরসভা নির্বাচন উপলক্ষে আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩রা জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এর সভাপতিত্বে ও জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল কবির, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম,পৌর মেয়র, কাউন্সিলর প্রার্থীগণ, মাধবপুর প্রেসক্লাব এর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।