মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দৈনিক যুগান্তর এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার ( ৪ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রতিনিধি সাংবাদিক রোকন উদ্দিন লস্কর এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, পুলিশ পরির্দশক (তদন্ত)আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও আদাঐর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক পাঠান,মাধবপুর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আল রনি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।