মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি : মাধবপুর থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার সমতা ইট ভাটার নিকট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের আক্কাছ মিয়া , চান্দুরা গ্রামের সোহেল মিয়া, নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের আশেক মিয়া, একই উপজেলার গোয়ালনগর গ্রামের ইব্রাহিম মিয়া , মাধবপুর কলেজপাড়ার হৃদয় মিয়া ও পশ্চিম মাধবপুরের কাজল মিয়া।
তাদের বিরুদ্ধে ডাকাতিসহ অনেক অপরাধের মামলা রয়েছে। এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নিকট থেকে ২ টি রামদা, ১ টি দা, তালা ভাঙ্গার রড জব্দ করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।