হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খাদ্যের নিরাপদতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় এবং ইউএনও তাসনূভা নাশতারানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান (আকাশ),সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম প্রমুখ।অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আমরা যদি বেশী লাভের আশায় উৎপাদিত পণ্যে রাসায়নিক মেশাই তাহলে এটা খুবই ক্ষতিকর। কৃষক থেকে যদি ভোক্তা পর্যন্ত সরাসরি খাদ্য পৌঁছানো যায় তাহলে খাদ্যে নিরাপত্তা সুনিশ্চিত হবে। এজন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্হা করে রাসায়নিক ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে। এছাড়াও সেমিনারে জনপ্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্হিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে খাদ্যের নিরাপদতা বিষয়ক সেমিনার
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৪:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- ১১৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ