মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে করোনা উপসর্গ নিয়ে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (আরজু মাস্টার ) । সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামের বাসিন্দা এবং মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।
তার বড় ছেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক জানান, তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ১৪ এপ্রিল রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়ার পর সোমবার সকাল সাড়ে ৯ টার তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বাদ আছর সুরমা গ্রামে হযরত শাহ চাঁন মিয়া (রঃ) মাজার প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড শোক প্রকাশ করেছেন।