সাহিদুর রহমান/শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে ৬নং কাগাপাশা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সভা অনুষ্ঠিত হয়। “জনতাই পুলিশ- পুলিশই জনতা” এ স্লোগানকে সামনে রেখে বানিয়াচং থানার বিট পুলিশিং এর প্রধান সমন্বয়কারী হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার এসআই(নিঃ) মোঃ আব্দুস ছত্তার, স্থানীয় ০৭ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য সায়েদ মিয়া, ০৮ নং ওয়ার্ডের ইউ/পির সদস্য জনাব কাশেম মিয়াসহ কাগাপাশাসহ ইউ/পির আওয়ামীলীগ নেতৃবৃন্দ, কৃষক ও ব্যবসায়ীবৃন্দ।

বিট পুলিশিং সভায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ৬নং বিট এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকদের বক্তব্য শোনেন এবং মাদক, জুয়া, দাঙ্গা ও অপরাধ মুক্ত সমাজ গঠনের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সভায় সামাজিক, পারিবারিক সহিংসতা ও হত্যাকান্ড রোধকল্পে থানা পুলিশকে অগ্রীম তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে তিনি অনুরোধ করেন।
উল্লেখ্য, কোভিড-১৯ ও বন্যার সময় জীবনের চরম ঝুঁকি নিয়ে বানিয়াচংয়ের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিট পুলিশিং সভা করেছে বানিয়াচং থানা পুলিশ। ফলশ্রুতিতে এর সুফল পাচ্ছেন উপজেলাবাসী।