নিজস্ব প্রতিদেক : বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এর ছোট ভাই বীর মুক্তযিোদ্ধা অধ্যাপক আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
এক শোকবার্তায় এমপি আব্দুল মজিদ খান বলেন, মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ মহোদয়ের সহকারী একান্ত সচিব হিসেবে সততা ও দক্ষতার সাথে আব্দুল হাই সাহেব মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ছিলেন। দেশ স্বাধীনের জন্য তিনি নিজ হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন সূর্য সন্তানকে হারালো।
এমপি আব্দুল মজিদ খান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক আব্দুল হাই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার সময় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন ভালো মানুষকে হারালো।
মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি আল্লাহ্ তা আলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমীন।
সংবাদ শিরোনাম ::
মহামান্য রাষ্ট্রপতির ছোট ভাই অধ্যাপক আব্দুল হাই এর মৃত্যুতে এমপি আব্দুল মজিদ খান এর শোক
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:৫৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- ১০১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ